ক্রিপ্টোকারেন্সি কত প্রকার

 -  Jul 04, 2023


ক্রিপ্টোকারেন্সি কত প্রকার


বর্তমানে গোটা বিশ্বে প্রায় চার হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি মুদ্রা রয়েছে। তবে সব ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় নয়। কিছু জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নাম নিচে আলোচনা করা হলো।


  • Bitcoin :বর্তমানে সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন। 2009 সালে এই মুদ্রা যাত্রা শুরু হয়েছিল। 


  • Ethereum :বর্তমানে বিশ্বের সবথেকে দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ইথেরিয়াম। এটি বিটকয়েনের মত এক ধরনের ডিজিটাল মানি । 2013 সালে Vitalik Buterin এই ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সি উদ্ভাবন করেন।


  • Tether :এটি এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যার আত্মপ্রকাশ ঘটে 2014 সালে।


  • Binance Coin : Binance দ্বারা জারি করা এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। এটি বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিপ্ত এক্সচেঞ্জের অন্যতম মাধ্যম। 2017 সালে এর আত্মপ্রকাশ ঘটে।


  • USDT Coin : এটি হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা। এটি টিথার ডলারের সাথে পেগ করা একটি মুদ্রা।


  • Dogecoin : ডিজিটাল মুদ্রা বাজারে আসে 2013 সালে। ভারতে 22.4.2022 তারিখে 1 dogecoin মূল্য প্রায় 10.5 টাকা।


  • Cardano : বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে Cardano । এটি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে পাবলিক লেজারে চলে ।



    ক্রিপ্টোর আজকের মার্কেট