Risk Warning


ফরেক্স ট্রেডিং সকলের জন্য নয়। ফরেক্স এবং বাইনারি কিংবা সমসাময়িক ট্রেডে ঝুঁকির পরিমাণ থাকে অনেক বেশী যা আপনার বিনিয়োগকৃত সকল অর্থ/টাকা/ফান্ড এর সম্পূর্ণ লস এর কারণ হয়ে যেতে পারে। বিদ্যমান এই ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণভাবে না জেনে কোনওভাবেই ফরেক্স ট্রেডের সাথে সম্পৃক্ত হবেন না।



Commodity Futures, Option CFD’s এবং Foreign Exchange (ফরেক্স) ট্রেডিং এর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঝুঁকি বিদ্যমান। সেই সাথে অতিরিক্ত লিভারেজ সুবিধা আপনার সম্পূর্ণ বিনিয়োগ হারানোর কারণও হতে পারে। ফরেন এক্সচেঞ্জ কিংবা ফরেক্স মার্কেট ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নির্বাচন করার সাথে খুবই বড় ধরনের ঝুঁকি সম্পর্কিত এবং অনেকের জন্যই এই মার্কেটে বিনিয়োগ করা উপযুক্ত না।


মার্কেটের উচ্চমাত্রার লিভারেজ জন্য ক্ষতির কারন হতে পারে আবার আপনার সফলতার কারনও হতে পারে। তাই এই মার্কেটে আপনার মূলধন বিনিয়োগের পূর্বে বিনিয়োগের উদ্দেশ্যগুলো অবশ্যই খবুই সচেতনতার সাথে চিন্তা করুন এবং ভাবুন যে এর সাথে কি পরিমান ঝুঁকি আসতে পারে এবং সেজন্য কি পরিমান অভিজ্ঞতার প্রয়োজন।


আপনাকে প্রতিনিয়তই মাথায় রাখতে হবে এই মার্কেটে আপনার বিনিয়োগকৃত মূলধন সবসমই ঝুঁকির মধ্যে থাকে। যেকোনো সময় আপনার বিনিয়োগকৃত মূলধন থেকে আংশিক কিংবা সম্পূর্ণটাই লস হতে পারে। আপনার যদি বিনিয়োগকৃত মূলধনের লস নেওয়ার মত সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে এই মার্কেটে বিনিয়োগ করা আপনার জন্য সম্পূর্ণভাবে অনুচিত। তাই বিনিয়োগের পূর্বে অবশ্যই এই বিষয়ে নিজের অভিজ্ঞতা এবং সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হউন, তারপর বিনিয়োগ করুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন।


লিভারেজ আপনাকে Commodity Futures, Option CFD’s এবং Foreign Exchange (ফরেক্স) ট্রেডিং এ সহায়তা করে থাকে কিন্তু এর জন্য আপনার বিস্তারিত ধারণা থাকা আবশ্যক। আপনার বিদ্যমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে পর্যালোচনা করে সঠিক লিভারেজ আপনাকে গ্রহন করতে হবে। যদি এই বিষয়ে আপনার কোনও ধরনের ধারণা না থাকে তাহলে অনুগ্রহ করে বিনিয়োগের পূর্বে একজন প্রফেশনাল ট্রেডাররের পরামর্শ গ্রহন করবেন।


পূর্বের ট্রেডিং অভিজ্ঞতা যে সবসময়ই ভবিষ্যতের সফলতা হিসাবে কাজ করবে এটির কোনও ধরনের নিশ্চায়তা নেই। সুতরাং আপনি একজন সফল ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডার হলেও রিয়েল ট্রেডেই আপনি সফলতা পাবেন এরকম চিন্তা করার কোনও কারণ নেই।


উল্লেখিত সব ট্রেডিং ইন্সট্রুমেন্ট অনেক বেশী ঝুঁকি প্রবন। এখানে আপনার ট্রেডিং পারদর্শিতা ছাড়াও, আপনার সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, আপনার বাজার বিশ্লেষণ, আনুমানিক প্রফিট করার চাহিদা এবং আরও পারিপার্শ্বিক অবস্থাও জড়িত। এই সবগুলো বিষয় একজন ট্রেডারের জন্য Risk Factor হিসাবে কাজ করে। আপনাকে এই বিষয়গুলোকে ভালোভাবে বুঝে ট্রেড করতে হবে।


নিঃসন্দেহে “ফরক্স মার্কেটে” যেকোনো কারেন্সি পেয়ারে কিংবা কোমুডিটিতে ক্রয়/বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহন করার একটি ঝুঁকিপূর্ণ বিষয়, সেজন্য অবশ্যই ঝুঁকি সম্পর্কে সঠিক ভাবে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহন করুন। প্রতিটি কারেন্সি পেয়ারেই ক্রয়/বিক্রয় এর মাধ্যমে লাভ/লোকসান করাটা নির্ভর করে ওই নির্দিষ্ট কারেন্সির উপর।


প্রতিটি কারেন্সির ভবিষ্যৎ নির্ভর করে সেদেশের অর্থনৈতিক অবস্থা এবং সেদেশের বর্তমান এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের উপর, এর ভিত্তিতে মার্কেটে মুভমেন্ট ঘটে থাকে। মূল নীতি-নির্ধারণী দেশগুলোর (US,UK,EU) যেকোনো ধরেনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহনের ফলে মার্কেটে অস্বাভাবিক নাড়াচাড়া ঘটতে পারে, সেজন্যই ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই এসব বিষয় মাথায় রাখা আবশ্যক।


প্রতিটি ব্রোকার তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য একটি নির্দিষ্ট দেশের অর্থনৈতিক নীতিমালায় (Ex. ‘FCA, CYSC, CFTC, CTA’) তালিকাভুক্ত থাকা বাধ্যতামূলক। এই তালিকাভুক্তি, ব্রোকারকে তাদের কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে থাকে এবং এটি ক্লায়েন্টের প্রতি ব্রোকারের বিশ্বাসযোগ্যতাও বাড়ায়। আবশ্যিক এই তালিকাভুক্তির কারণে ব্রোকার এবং তার ক্লায়েন্ট একে অপরের কাছে কিছু বিষয়ে দায়বদ্ধ থাকবে। ব্রোকার যেরূপ ক্লায়েন্টকে বিভিন্ন সেবা/সার্ভিস প্রদান করতে বাধ্য থাকে তদ্রুপ ক্লায়েন্টও ব্রোকারের নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবে।


প্রতিটি ব্রোকারের নির্দিষ্ট নীতিমালা রয়েছে যা ‘Client Agreement‘ নামে পরিচিত। এই নীতিমালায় ওই ব্রোকারের ট্রেড থেকে শুরু করে তাদের সকল সার্ভিস, বোনাস, সাপোর্ট, অর্থ বিনিয়োগ এবং উত্তোলন সম্পর্কে সু-স্পষ্ট নিয়মকানুন লিপিবদ্ধ থাকে। ক্লায়েন্ট যখন কোনও ব্রোকারে ট্রেড শুরু করেন এর অর্থ হচ্ছে, ক্লায়েন্ট ওই লিপিবদ্ধ নিয়মকানুন সম্পর্কে অবহিত আছেন এবং নিজ ইচ্ছায় বিনিয়োগ করছেন।


যেকোনো ব্রোকারে ট্রেড করার পূর্বে সেই ব্রোকারের ‘Client Agreement’ বিষয়টি সম্পূর্ণভাবে পড়ে নিবেন। ট্রেড শুরু করার আগে এই বিষয়ে জানা আবশ্যিক। সুতরাং কোনও কারণে যদি পড়ে আপনি কোনও সমস্যায় পড়েন তাহলে নীতিমালা অনুযায়ী ব্রোকার আপনাকে সাপোর্ট প্রদান করবে। এর বাইরে আপনি কোনও ধরনের সহায়তা পাবেন না।


ট্রেড শুরু করার পূর্বে প্রতিটি ক্লায়েন্টকে তাদের মার্জিন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে এবং বুঝতে হবে। মার্জিন এর উপরে নির্ভরশীল ট্রেড অনেক বেশী পরিমাণ ঝুঁকি থাকে। এটি সবার জন্য নয়। লিভারেজ এবং মার্জিন নির্ভরশীল ট্রেড করার জন্য, দক্ষতা, অভিজ্ঞতা, রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে। না হলে আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগ হাড়িয়ে ফেলতে পারেন।


একটি কথা মনে রাখবেন এই ধরনের ট্রেড, আপনাকে যেরকম বেশী পরিমাণ প্রফিট প্রদান করতে পারবে ঠিক সেই পরিমাণ লসও আপনার হতে পারে।


ধার, ঋণ কিংবা চলমান প্রয়োজনীয় অর্থ ফরেক্স ট্রেড করার জন্য নয়। বিদ্যমান সকল খরচ করার পর, যদি আপনার কাছে টাকা থাকে তাহলেই কেবল আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করতে পারেন। না হলে আপনি নিজেই পরবর্তীতে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন।


BDPIPS / বিডিপিপস, আপনাকে ফরেক্স ট্রেড কিংবা এর সাথে সম্পর্কিত কোথাও বিনিয়োগ করতে উৎসাহী করে না। আপনি এই ওয়েবসাইটে ভিজিট করছেন তার অর্থ হচ্ছে, আপনি নিজেই ফরেক্স ট্রেড করতে কিংবা শিখতে আগ্রহী।

ফরেক্স ট্রেডের সাথে সম্পর্কিত সকল ধরনের ঝুঁকি সম্পর্কে আপনি জানেন এবং বোঝেন। ফরেক্স ট্রেডে আপনার বিনিয়োগের কোনও ধরনের ক্ষতি কিংবা লসের দায়ভার (BDPIPS / বিডিপিপস) গ্রহন করব না। আপনি আপনার নিজের সিদ্ধান্তে ট্রেড করছেন এবং আপনাকে কেউ ট্রেড করতে বাধ্য করছে না।


bdpips.com মূল লক্ষ্য হচ্ছে আপনি যেন আপনার ট্রেডিং সিদ্ধান্তগুলো স্বাধীন ভাবে গ্রহন করতে পারেন, সেই আলোকে আপনাকে গড়ে তোলা। আপনাকে ট্রেডিং এর ক্ষেত্রে আত্মকেন্দ্রিক করা এবং মার্কেটের সকল ধরনের টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে অবগত করা। শুধুমাত্র ইন্ডিকেটর কিংবা রোবট এর মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে আমরা পক্ষপাতী নই।


একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আমরা আপনাকে শুধুই মাত্র “ফরেক্স মার্কেট” এ কিভাবে ট্রেড করতে হয় সে বিষয় সম্পর্কে শেখাবো, কিভাবে বিনিয়োগ এর উপর ঝুঁকি কমাতে হয় সে সম্পর্কিত পরামর্শ প্রদান করবো, কিভাবে প্রফিট করতে হয় সে সম্পর্কে নয়।


আপনি কিভাবে এই মার্কেট থেকে লাভবান হবেন তা সম্পূর্ণ ভাবে এবং একমাত্র ভাবে নির্ভর করবে আপনার ট্রেডিং-এ ব্যক্তিগত ভাবে নীতি নির্ধারণ, মার্কেটের ঝুঁকি নিয়ন্ত্রণ এবং মার্কেট সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে।

(BDPIPS / বিডিপিপস) আমরা কোন Broker/Dealer নই। আমাদেরকে কোন ব্রোকার কিংবা অন্য কোন মাধ্যম থেকে মার্কেট সম্পর্কিত কোন তথ্য আশে না। মার্কেট সম্পর্কিত যেসব তথ্য যেমন, নিউজ, এনালাইসিস, আর্টিকেল আপনার সামনে উপস্থাপন করে থাকি তা সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামত এবং অভিজ্ঞতার আলোকে মার্কেট বিচার-বিশ্লেষণ করে প্রদান করা হয়ে থাকে।


তাই আমাদের প্রদানকৃত কোন তথ্য থেকে কোন সিদ্ধান্ত গ্রহন করার পূর্বে অবশ্যই নিজে যথেষ্ট পরিমানে যাচাই-বাছাই করার পর সিদ্ধান্ত গ্রহন করুন।


BDPIPS / বিডিপিপস” প্রদানকৃত কোন ধরনের তথ্যের ভিত্তি থেকে আপনার অর্জিত মুনাফার কোন অংশেরই কোন ভাবেই “BDPIPS / বিডিপিপস” অংশীদার নয় এবং একই ভাবে একই কারনে আপনার মূলধনের লোকসান হলে সেক্ষেত্রে আমরা “BDPIPS / বিডিপিপস” দায়ী থাকবেনা।


এক্সপার্ট এনালাইসিস – 

নতুন কিংবা বিদ্যমান সকল ট্রেডারদের ট্রেডিং সম্পর্কিত সহায়তার জন্য আমাদের রয়েছে ফরেক্স এনালাইসিস সম্পর্কিত কিছু দিক নির্দেশনা। আমাদের ওয়েবসাইটে নিয়মিত এই এনালাইসিস প্রকাশ করা হয়ে থাকে। যার মাধ্যমে একজন ট্রেডার নিজের ট্রেডিং কৌশল নির্ধারণ করে নিতে পারেন। প্রকাশিত এই সকল এনালাইসিস শুধুমাত্র ট্রেডারদের জন্য বিশেষ গাইড হিসাবে কাজ করে। সুতরাং, সবসময়ই যে এই এনালাইসিস সঠিক ট্রেডিং নির্দেশনা প্রদান করবে সেটা ভাবারও কোনও কারন নেই।


ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার BDPIPS গ্রহন করবে না। সুতরাং, এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেডে এন্ত্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। কারন, আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার BDPIPS গ্রহন করবে না।


কেন্দ্রীয় ব্যাংক এর নীতিমালা –

আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের Foreign Exchange Regulation Act, 1947 মোতাবেক বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী অনুমোদিত ডিলার / মানি চেঞ্জার ছাড়া অন্য কোনও ব্যক্তি / প্রতিষ্ঠানের অনলাইন বা অন্যান্য মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে বেআইনি এবং অপরাধ।


বিজ্ঞাপন এবং মিথ্যাচার – 

ফরেক্স ট্রেডিংকে অনেকেই মনে করেন ধনী হবার একটি সহজ উপায় এবং এখানে অল্প সময়ের মধ্যেই অনেক বেশী পরিমাণ প্রফিট করা যায়। এই ধরনের প্রলোভন মুলক বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা প্রায়ই লক্ষ্য করি। কারও কাছ থেকে শুনে, অনুপ্রাণিত হয়ে ফরেক্স ট্রেড করতে যাবেন না। না জেনে কিংবা না বুঝে ট্রেড করলে লস এর সম্ভাবনা হবে শতভাগ। এছাড়াও, নিম্নোক্ত বিজ্ঞাপন থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন –

  • 1. শতভাগ প্রফিট এর নিশ্চায়তা;
  • 2. সিগন্যাল সংক্রান্ত সকল বিজ্ঞাপন;
  • 3. ট্রেডিং কৌশল নিয়ে ট্রেড করলেই প্রফিট হবে (XX)%;
  • 4. ভাগ্য পরিবর্তন করার সহজ সমাধান কিংবা লাখ লাখ টাকার বিভিন্ন ক্যাম্পেইন;
  • 5. রোবট দিয়ে ট্রেড করে প্রফিট এর গ্যারান্টি;
  • 6. সম্পূর্ণ নিরাপদ ট্রেডিং সিস্টেম/স্ট্রাটেজি;
  • 7. ফান্ড ম্যানেজমেন্ট অফার, ইত্যাদি…


ফরেক্স মার্কেটে শতভাগ নিশ্চিত প্রফিট কিংবা ভাগ্য পরিবর্তন করার কোনও সুযোগ নেই। আজ পর্যন্ত কেউই উপরের উল্লেখিত বিজ্ঞাপন দ্বারা ট্রেড করে সফলতা পায়নি এবং কোনও দিন পাবেও না। সুতরাং, এই ধরনের কোনও ফাঁদে পাওয়া দেয়া থেকে বিরত থাকবেন এবং মনে রাখবেন, নিজের কষ্টার্জিত টাকার সুরক্ষা নিজেকেই প্রদান করতে হবে।


সবশেষে – 

ফরেক্স মার্কেট যদি এতটাই সহজ হত তাহলে বাংলাদেশে ২৭ লক্ষ বেকার থাকতো না, আর ব্রোকারও কোনও দিন আপনাকে ঝুঁকি সতর্কতা দেখাত না। যদি ফরেক্স ট্রেড শুরু করতে চান কিংবা শিখতে চান তাহলে আগে নিজে ভালো করে জানুন এবং কষ্ট করে প্র্যাকটিস করুন। সকল ধরনের প্রতারণামুলক বিজ্ঞাপন, সিগন্যাল ট্রেডিং, রোবট ট্রেডিং, ফান্ড ম্যানেজমেন্ট থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের আত্মনির্ভরশীলতা বাড়ান।