CentFX
- May 24, 2023CentFX Broker Review
বিনিয়োগকারীরা এই ব্রোকারের সাথে তাদের তহবিলের নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাসী বোধ করতে পারেন, কারণ তাদের বিনিয়োগ রক্ষা করার জন্য শক্তিশালী আইনি সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এটি একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ পছন্দ।
আজকে আমরা জানবো CentFX ব্রোকার হিসাবে কেমন? ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই যেকোনো একটি ব্রোকার এর সাথে আমাদের একাউন্ট খুলে নিতে হয়। বিশয়টি আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ট্রেডিং এর জন্য আমরা কোনও ব্রোকারে ট্রেড করবো? পুরাতন ট্রেডার বিষয়টি জানলেও যারা নতুন করে ট্রেড শুরু করেন তাদের পক্ষে একটি ভালো ব্রোকার খুঁজে নেয় এক কথায় অসম্ভব।
যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং বিষয়ে আমাদের সহায়তা করে আসছি সুতরাং, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন তথ্য সঠিকভাবে উপস্থাপন করা। এই জন্য আমরা বিভিন্ন ব্রোকার সম্পর্কে আমাদের বাস্তবিক কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আজকের আর্টিকেলে আমরা CentFX Broker Review নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
প্রথমেই বলে রাখি, ব্রোকারের এই রিভিউ সম্পর্কে আমাদের কোনও ধরনের কাল্পনিক কিংবা প্রমোশনাল কোনও বিশেষ উদ্দেশ্য নেই। আমাদের প্রতিটি রিভিউ, সম্পূর্ণভাবে আমাদের নিজের এই নির্দিষ্ট ব্রোকার সম্পর্কে ট্রেডিং অভিজ্ঞতা এবং আমাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন ট্রেডারদের থেকে তাদের নিজস্ব মতামতের উপর নির্ভর করে এই রিভিউ প্রদান করা হয়ে থাকে। কোনও ধরনের বিজ্ঞাপন কিংবা ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিল এর জন্য এই রিভিউ প্রদান করা হয়নি। সুতরাং, আমাদের প্রকাশিত এই রিভিউ রিপোর্ট শতভাগ সঠিক এবং বিশ্বাসযোগ্য।
CentFX Broker Details
Minimum Trade Size: | 0.01 |
---|
Maximum Leverage: | 1000:1 |
---|
Minimum to Open Live: | $10 |
---|
Established: | 2022 |
---|---|
Address: | The Valley, No. 8 Cassius Webster Building, Grace Complex, The Valley, 1330, Anguilla. |
Contact: | support@centfx.com, +18-447-788-372 |
Regional offices: | The Valley, No. 8 Cassius Webster Building, Grace Complex, The Valley, 1330, Anguilla. |
Regulators: | Anguilla Registry of Commercial Activities (ARCA). Global Business License No. A000000971 |
Prohibited countries: | USA |
Trading platforms: | MT4, MT5, WebTrader, MobileTrader |
---|
Web Trading: | ✅ Yes |
---|---|
Mobile Trading: | ✅ Yes |
Trading Instruments
Currencies: | (330+) |
---|---|
Cryptocurrencies: | (100+) Bitcoin, Litecoin, Ethereum |
CFD: | (9470+) Gold, Silver, Other Precious Metals, Stocks, Stock Indexes, Bond Indexes, Oil, Other Commodities |
Trading Conditions | |
EAs/Robots: | ✅ Yes |
---|---|
News Trading: | ✅ Yes |
Managed Accounts & Social Trading
MAM: ❌ No PAMM: ✅ Yes
ZuluTrade: ❌ No
Copy Trading: ❌ No
MAM: | ❌ No |
---|---|
PAMM: | ✅ Yes |
ZuluTrade: | ❌ No |
Copy Trading: | ❌ No |
Deposit Methods: | VISA, MasterCard, AstroPay, Bitcoin, Boleto, CASHU, FasaPay, Local Bank Deposits, Local Bank Transfers, Neosurf, Neteller, Oxxo, PerfectMoney, Skrill, Tether (USDT), WebMoney, Online Banking, E-Wallet , Crypto currency |
---|
Withdrawal Methods: | VISA, MasterCard, Bitcoin, Neteller, PerfectMoney, Skrill, Tether (USDT), WebMoney, Online Banking, E-Wallet , Crypto currency |
---|
এই রিভিউ এর প্রতিটি ব্রোকার এর ৭টি ভিন্ন দিক এর উপরে আমাদের নিজস্ব মতামত প্রদান করবো যার মধ্যে থাকবে –
1. এক্সিকিউশন টাইম
2. ডিপোজিট টাইম
4. ব্রোকার সাপোর্ট সিস্টেম
চলুন তাহলে বিস্তারিত জেনে নেয়া যাক-
এক্সিকিউশন টাইম
CentFX ব্রোকার এর ট্রেডিং এক্সিকিউশন সময় অন্যান্য ব্রোকার এর মতনই লাগে। এই এক্সিকিউশন হচ্ছে, যখন আমরা নতুন কোনও এন্ট্রি নিবো সেটি কতক্ষণের মধ্যে সম্পন্ন হবে।
ডিপোজিট টাইম
ব্রোকারে, টাকা ডিপোজিট করতে কোনও সময় লাগে না। আমরা প্রধানত দুইটি মাধ্যমে CentFX Broker ফান্ড ডিপোজিট করেছি যার একটি হল Neteller এবং অন্যটি Skrill। সেখানে তাৎক্ষণিক ব্যালেন্স জমা হয়ে গিয়েছে। কোনও সময় নেয় নি। এছারাও এই ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে টাকা ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে।
উত্তোলন টাইম
CentFX ব্রোকার এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই ব্রোকার টাকা উত্তোলন করতে কোনও ধরনের সময় নেয় না। অর্থাৎ, টাকা ডিপোজিট করার মতনই আপনি স্বয়ংক্রিয়ভাবে সেকেন্ড এর মধ্যে টাকা উত্তোলন করে নিতে পারবেন। এই সুবিধার জন্যই মুলত এই ব্রোকার সবচেয়ে বেশী জনপ্রিয়। অন্যান্য ফরেক্স ব্রোকাররা টাকা ডিপোজিট প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করলেও উত্তোলনে কিছুটা সময় নেয়। এদিক দিয়ে, CentFX ব্রোকার সবচেয়ে এগিয়ে।
ব্রোকার সাপোর্ট সিস্টেম
গ্রাহক সহায়তার দিক দিয়ে CentFX অনেক বেশী জনপ্রিয়। এই ব্রোকার প্রায় ১৭টি ভাষায় তাদের গ্রাহকদেরকে সহায়তা প্রদান করে থাকে এবং আপনি যদি বাংলা ভাষায় সাপোর্ট চান তাহলে, আপনাকে বাংলাতেই সাপোর্ট প্রদান করা হবে।
এছারাও, এদের রয়েছে লাইভ চ্যাট এর সুবিধা যেখানে আপনি সপ্তাহের ৫দিন ২৪ ঘন্টা তাৎক্ষণিক সহায়তা পেয়ে থাকবেন। আপনার সুবিধার জন্য, এর ইমেইল এর মাধ্যমেও গ্রাহক সহায়তা প্রদান করে থাকে। তাছাড়া, আপনি যেকোনো সহায়তার জন্য এই ব্রোকার ফোন করতেও অনুরোধ জানাতে পারেন। তখন এরা সরাসরি আপনার ফোনে সহায়তার দেয়ার জন্য কল করবে।
বিভিন্ন বোনাস এবং আনুসাংগিক
CentFX ব্রোকার, তাদের গ্রাহককে সুবিধা অনুযায়ী বোনাস প্রদান করে না। অর্থাৎ, অন্যান্য ফরেক্স ব্রোকার এর মতন এই ব্রোকার তেমন কোনও ডিপোজিট কিংবা নো ডিপোজিট বোনাস প্রদান করে না। আমাদের দেশের ট্রেডারদের জন্য এটি একটি সমস্যা।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.CentFX.com ।
লিভারেজ এর পরিমাণ
যেসব ট্রেডাররা অতিরিক্ত লিভারেজ নিয়ে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্রোকার এক কথায় আদর্শ। কোনও ধরনের শর্ত কিংবা বিধিনিষেধ ছাড়াই আপনি সর্বোচ্চ 1:5000 লিভারেজ নিয়ে ট্রেড শুরু করতে পারবেন। এর জন্য আপনাকে কোনও নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে হবে না কিংবা ব্যালেন্স রাখতেও হবে না।
লক্ষ্য করুন – লিভারেজ কিংবা মার্জিন ট্রেডিং নতুনদের জন্য নয়। এতে আপনার বিনিয়গের উপর ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এই সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের লিভারেজ এবং মার্জিন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
স্প্রেড এবং সোয়াপ চার্জ
স্ট্যান্ডার্ড লট এর এই ব্রোকারে স্প্রেড হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ, মার্কেট এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে, স্প্রেড এর পরিমাণ পরিবর্তিত হবে। এটি একদিকে সুবিধারও আবার অন্যদিকে অসুবিধারও। এর সম্পর্কে ইতিমধ্যেই আমরা বিস্তারিত আলোচনা করেছি।
CentFX ব্রোকার, গ্রাহকদেরকে সোয়াপ ফ্রি কিংবা ইসলামিক একাউন্ট খোলার সুবিধা প্রদান করে থাকে। বাংলাদেশ থেকে কোনও একাউন্ট ওপেন করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে সোয়াপ ফ্রি হয়ে যায়। বিস্তারিত জানতে CentFX এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন – centfx.com
CentFx Broker Rating
Overall Rating | Offering of Investments | Commissions & Fees | Platforms & Tools | Research | Education | Mobile Trading Apps | Trust Score | |
Rating | 82 |
একজন ট্রেডার হিসাবে, আপনি যেকোনো ব্রোকার এর থেকেই ট্রেড করতে পারেন। তবে যেহেতু আপনি নতুন হিসাবে ফরেক্স ট্রেড শুরু করবেন সেক্ষেত্রে নিজ থেকে ব্রোকার নির্বাচন করাটা একটু কষ্টকর হয়। আমরা এখানে, CentFX Broker Review সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা শতভাগ সঠিক এবং নিজেদের ট্রেডিং থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকেই তুলে ধরা হয়েছে।
আমরা এখানে, কোনও ব্রোকারে ট্রেড করার জন্য আপনাকে উৎসাহিত করছি না। শুধুমাত্র, ওই ব্রোকার সম্পর্কিত সত্যটুকুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।