Forex Rebate | রিবেটের মাধ্যমে প্রফিট করুন

 -  Jun 21, 2023


Forex Rebate


আমরা যখন একটি ট্রেড ওপেন করি তখন ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়। এই লসকে ট্রেডিং এর ভাষায় বলা হয় স্প্রেড/spread. এই স্প্রেডের মাধ্যমে মুলত ব্রোকার আয় করে থাকে। ব্রোকারের সেই প্রফিট থেকে কিছু অংশ ফেরত পাওয়াই হচ্ছে রিবেট (Rebate)।

এই পর্যন্ত প্রায় 7০০ ট্রেডার, আমাদের কাছ থেকে নিয়মিত রিবেট গ্রহন করে আসছেন এবং প্রতিমাসে এই রিবেটের পরিমাণ হচ্ছে প্রায় $7000. আপনি যদি এখনও আমাদের রিবেট প্রোগ্রামে অংশ গ্রহন করে না থাকেন তাহলে আজই রেজিস্ট্রেশন করে নিজের লাভকে আরও একধাপ বাড়িয়ে নিন।

Forex Rebate হচ্ছে, ব্রোকার আপনার ট্রেড থেকে যে পরিমান প্রফিট করেছিল সেটির কিছু অংশ ফেরত পাওয়া।

আপনার করা প্রতিটি ট্রেডের জন্যই রিবেট পাবেন।

আপনার ট্রেড লসে ক্লোজ করুন আর প্রফিটে ক্লোজ করুন আপনি উভয় ক্ষেত্রেই রিবেট পাবেন।

রিবেট কোন বোনাস নয়, রিয়েল মানি, তাই তাৎক্ষণিক উত্তোলন করে নিতে পারবেন।

আপনার একাউন্টের ব্যালেন্স শুন্য হয়ে গেলেও রিবেট দিয়ে আবার ট্রেড করে লস রিকভার করতে পারবেন।

রিবেট থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করে চাইলে ডিপোজিট বোনাসও পেতে পারেন।

Forex Rebate কি সব ব্রোকার দেয়?

আন্তরিকভাবে দুঃখিত, সকল ব্রোকার এই রিবেট প্রদান করেনা। আরও সহজ করে যদি বলি, তাহলে ব্রোকার সরাসরি কখনোই তাদের নিজস্ব ক্লায়েন্টদের এই রিবেট এর সুবিধা প্রদান করেনা। বাংলাদেশে যেসব ব্রোকার বর্তমানে সেবা প্রদান করছে তাদের প্রায় সবারই রিবেট এর সুবিধা রাখে কিন্তু আপনি যদি সরাসরি ব্রোকার এর কাছে এই রিবেট এর অনুরধ করেন তাহলে ব্রোকার সেটি প্রদানে বাধ্য থাকবেনা।