Wash `n` Rine (Bullish) খুবই নির্ভরযোগ্য Bullish Reversal প্যাটার্ন। কোন Downtrend মার্কেটের তলায় এই ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া গেলে ধরে নেওয়া যেতে পারে যে, মার্কেটে দীর্ঘ সময়ের জন্য Uptrend এ যাচ্ছে। এই প্যাটার্নকে অনেকে Double Bottom প্যাটার্ন হিসেবে গণ্য করে থাকেন, কিন্তু Double Bottom প্যাটার্নে Piercing Line এর উপস্থিতি বাধ্যতামূলক নয়, অথচ Wash `n` Rise (Bullish) এ প্রথম অংশটুকু হচ্ছে Piercing Line যা এমনিতেই অনেক শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
Wash `n` Rine (Bearish) খুবই নির্ভরযোগ্য Bearish Reversal প্যাটার্ন। কোন Uptend মার্কেটের তলায় এই ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া গেলে ধরে নেওয়া যেতে পারে যে, মার্কেটে দীর্ঘ সময়ের জন্য Downtrend এ যাচ্ছে। এই প্যাটার্নকে অনেকে Double Top প্যাটার্ন হিসেবে গণ্য করে থাকেন, কিন্তু Double Top প্যাটার্নে Dark Cloud Cover এর উপস্থিতি বাধ্যতামূলক নয়, অথচ Wash `n` Rise (Bearish) এ প্রথম অংশটুকু হচ্ছে Dark Cloud Cover যা এমনিতেই অনেক শক্তিশালী Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
সাধারণত Downtrend মার্কেটের তলায় Tweezer Bottom and Hammer দেখতে পাওয়া যায়। এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশি Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে। এছাড়া এমন কোন শর্ত নাই যে, Tweezer Bottom শুধুমাত্র Open Marubozu (Black) দ্বারা গঠিত হতে হবে, বরং Upper Shadow বিশিষ্ট ছোট Body কিংবা Doji দ্বারাও Tweezer Bottom গঠিত হতে পারে। এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
সাধারণত Uptrend মার্কেটের তলায় Tweezer Top and Hanging Man দেখতে পাওয়া যায়। এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশি Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে। এছাড়া এমন কোন শর্ত নাই যে, Tweezer Top শুধুমাত্র Close Marubozu (Whtie) দ্বারা গঠিত হতে হবে বরং Upper Shadow বিশিষ্ট ছোট Bady কিংবা Doji দ্বারাও Tweezer Top গঠিত হতে পারে, এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
সাধারণত Downtrend মার্কেটের তলায় Tweezer Botton and Piercing Line দেখতে পাওয়া যায়, Piercing Line এমনিতেই শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, সুতরাং এর সাথে Tweezer Bottom প্যাটার্ন যোগ হওয়াতে এই প্যাটার্টটি আরও বেশি শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় Tweezer Top and Dark Cloud Cover দেখতে পাওয়া যায়, Dark Cloud Cover এমনিতেই শক্তিশালী Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, সুতরাং এর সাথে Tweezer Top প্যাটার্ন যোগ হওয়াতে এই প্যাটার্নটি বেশি শক্তিশালী Bearish Reversal সিগন্যার প্রদান করে থাকে।
সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় Tweezer Top and Harami Cross দেখতে পাওয়া যায়। এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশি Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে। এছাড়া এমন কোন শর্ত নাই যে, Tweezer Top কোন Close Marubozu (White) দ্বারা গঠিত হতে হবে বরং Upper Shadow বিশিষ্ট ছোট Body দ্বারাও Tweezer Top গঠিত হতে পারে। এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bearish Reversal সিগন্যাল প্রদান করে।
সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় Tweezer Top and Shooting Star দেখতে পাওয়া যায়। এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশি Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে। এছাড়া এমন কোন শর্ত নাই যে Tweezer top কোন Close Marubozu (White) দ্বারা গঠিত হতে হবে বরং Upper Shadow বিশিষ্ট ছোট Body কিংবা Doji দ্বারও Tweezer Top গঠিত হতে পারে। এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে।