কোন Downtrend মার্কেটে যদি এমন ভাবে তিনটি Bearish ট্রেড হয় যাদের Body সমূহ ক্রমান্বয়ে ছোট হতে থাকে এবং এই তিনটি Bearish ট্রেডের পরে যদি একটু (Gap) উপরে এমন ছোট Bullish ট্রেড হয় যার Closing হয় সর্বশেষ Bearish ট্রেডের Opening এর উপরে, তাহলে এই কম্বিনেশনকে Stalled Pattern (Bullish) বলা হয়।
এই প্যাটার্নের পরে শক্তিশালী Bullish ট্রেড না হলে মার্কেটে সাধারণত Consolidation বা, Sideways শুরু হয়ে যায়।
কোন Uptrend মার্কেটে যদি এমন ভাবে তিনটি Bullish ট্রেড হয় যাদের Body সমূহ ক্রমান্বয়ে ছোট হতে থাকে এবং এই তিনটি Bullish ট্রেডের পরে যদি একটু (Gap) উপরে এমন ছোট Bearish ট্রেড হয় যার Closing হয় সর্বশেষ Bullish ট্রেডের Opening এর নীচে, তাহলে এই কম্বিনেশনকে Stalled Pattern (Bearish) বলা হয়।
এই প্যাটার্নের পরে শক্তিশালী Bullish ট্রেড না হলে মার্কেটে সাধারণত Consolidation বা, Sideways শুরু হয়ে যায়।
কোন Downtrend মার্কেটে Bearish ট্রেড সমূহের মধ্যে পরপর তিনটি Gap লক্ষ্য করা গেলে, এই Gap তিনটিকে San-ku Triple Gap (Bullish) বলা হয়। কখন Uptrend Reversal শুরু হবে- মূলতঃ এই ব্যাপারে নির্দিষ্ট করে কোন তথ্য এই প্যাটার্ন প্রদান করে না, তবে নিকট ভবিষ্যতে Bullish Reversal আসন্ন- এই ইঙ্গিত বহন করে। উল্লেখ্য যে, অনেক সময়ই এই Gap গুলো মাত্র এক Pip পরিমাণে হয়, ফলে খালি চোখে এই Gap গুলো দেখা যায় না, তখন মাউসের সাহায্য নিতে হয়।
কোন Uptrend মার্কেটে Bullish ট্রেড সমূহের মধ্যে পরপর তিনটি Gap লক্ষ্য করা গেলে, এই Gap তিনটিকে San-ku Triple Gap (Bearish) বলা হয়। কখন Downtrend Reversal শুরু হবে- মূলতঃ এই ব্যাপারে নির্দিষ্ট করে কোন তথ্য এই প্যাটার্ন প্রদান করে না, তবে নিকট ভবিষ্যতে Bearish Reversal আসন্ন- এই ইঙ্গিত বহন করে। উল্লেখ্য যে, অনেক সময়ই এই Gap গুলো মাত্র এক Pip পরিমাণে হয়, ফলে খালি চোখে এই Gap গুলো দেখা যায় না, তখন মাউসের সাহায্য নিতে হয়।
Paper Umbrella দেখতে অনেকটা Hammer কিংবা Hanging Man এর মতো হলেও এটা মূলতঃ তা নয়। এই Candlestick এর প্রধান বৈশিষ্ট্য হল যে, এটার Lower Shadow টি Body এর তুলনায় অনেক বেশি লম্বা, যেখানে Hammer কিংবা Hanging Man এর ফলাফল বা গুনাবলী প্রকাশ করে। এই Hammer Umbrella দ্বারা ট্রেডিং মার্কেটের একদম তলানিতে Price হ্রাসের আপ্রাণ ব্যর্থ চেষ্টাকে ইঙ্গিত করা হয় এবং মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে।