সাধারণত ভৌগলিক মানচিত্রের নীচের অংশকেSouthern অংশ হিসেবে গণ্য করা হয়, তদ্রুপ, কোন Downtrend মার্কেটের ট্রেডিং Chart এ নীচের দিকে যে Doji দেখতে পাওয়া যায়,তাকে Southern Doji বলা হয়। এই Doji এর পরে শক্তিশালী Bullish Candlestick থাকলে মার্কেটে Uptrend Reversal শুরু হবে আর না থাকলে Downward Continuation হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো।
সাধারণত ভৌগলিক মানচিত্রের উপরের অংশকে Northern অংশ হিসেবে গণ্য করা হয়, তদ্রুপ, কোন Uptrend মার্কেটের ট্রেডিং Chart এ উপরের দিকে যে Doji দেখতে পাওয়া যায়, তাকে Northern Doji বলা হয়। এই Doji এর পরে শক্তিশালী Bearish Candlestick থাকলে মার্কেটে Downtrend Reversal শুরু হবে আর না থাকলে Upward Continuation হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো।
কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য খুব বেশি হয়ে গেলে ঐ Doji Star টিকে Long-Legged Doji বলা হয়। এই Doji কে যদি কোন Downtrend মার্কেটের তলায় দেখতে পাওয়া যায়, তবে এটি Uptrend Reversal সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য Doji এর পরের ট্রেডটি অবশ্যই শক্তিশালী Bullish হতে হবে।
কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য বেশি হয়ে গেলে ঐ Doji Star টিকে Long-Legged Doji বলা হয়। এই Doji কে যদি কোন Uptrend মার্কেটের চূড়ায় দেখতে পাওয়া যায়, তবে এটি Downtrend Reversal সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য Doji এর পরের ট্রেডটি অবশ্যই শক্তিশালী Bearish হতে হবে।
কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য বেশি হয়ে গেলে ঐ Doji Star টিকে Long-Legged Doji বলা হয়। এই Doji কে যদি কোন Uptrend মার্কেটে দেখতে পাওয়া যায় এবং এটির পরে যদি কোন শক্তিশালী Bearish ট্রেড না হয় তবে, এই Doji তখন Upward Continuation সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য বেশি হয়ে গেলে ঐ Doji Star টিকে Long-Legged Doji বলা হয়। এই Doji কে যদি কোন Uptrend মার্কেটে দেখতে পাওয়া যায় এবং এটির পরে যদি কোন শক্তিশালী Bearish ট্রেড না হয় তবে, এই Doji তখন Upward Continuation সিগন্যাল প্রদান করে থাকে।