Counter Attack Line (Bullish) দেখতে Meeting Lines (Bullish) এর মত প্রায় একই রকম, এই প্যাটার্নও Downtrend মার্কেটের তলায় দেখতে পাওয়া যায় এবং Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, নীচে এর উদাহরণ দেখানো হল।
Counter Attack Line (Bearish) দেখতে Meeting Lines (Bearish) এর মত প্রায় একই রকম, এই প্যাটার্নও Uptrend মার্কেটের চূড়ায় দেখতে পাওয়া যায় এবং Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, নীচে এর উদাহরণ দেখানো হল।
কোন Downtrend মার্কেটে অনেকগুলো (৭টি) Bearish ট্রেডের পরে যদি একটু (Gap) উপরে ছোট Bullish ট্রেড হয় যার Closing হয় সর্বশেষ Bearish ট্রেডের Opening এর উপরে, তবে এই কম্বিনেশনকে Eight Candle Reversal (Bullish) বলা হয়। এই প্যাটার্নের পরে শক্তিশালী Bullish ট্রেড না হলে সাধারণতঃ মার্কেটে Consolidation (Sideways) শুরু হয়ে যায়, কাজেই এই প্যাটার্ন একই সাথে Uptrend Reversal অথবা, Consolidation উভয়ের যে কোন একটির সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Uptrend মার্কেটে অনেকগুলো (৭টি) Bullish ট্রেডের পরে যদি একটু (Gap) উপরে ছোট Bearish ট্রেড হয় যার Closing হয় সর্বশেষ Bullish ট্রেডের Opening এর উপরে, তবে এই কম্বিনেশনকে Eight Candle Reversal (Bearish) বলা হয়। এই প্যাটার্নের পরে শক্তিশালী Bearish ট্রেড না হলে সাধারণতঃ মার্কেটে Consolidation (Sideways) শুরু হয়ে যায়, কাজেই এই প্যাটার্ন একই সাথে Uptrend Reversal অথবা, Consolidation উভয়ের যে কোন একটির সিগন্যাল প্রদান করে থাকে।