কোন Downtrend মার্কেটে অথবা Uptrend মার্কেটের শুরুতে যদি এমন তিনটি পরপর Bullish Candlestick দেখা যায় যাদের প্রতিটির Opening আগেরটির Closing এর সমান হয়, তবে এই কম্বিনেশনকে Identical Three Soldiers বলা হয়।
এই প্যাটার্ন মার্কেটের Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে। উল্লেখ্য যে, তিনটি White Marubozu দ্বারাও এই প্যাটার্ন গঠিত হতে পারে।
কোন Uptrend মার্কেটে অথবা Downtrend মার্কেটের শুরুতে যদি এমন তিনটি পরপর Bearish Candlestick দেখা যায় যাদের প্রতিটির Opening আগেরটির Closing এর সমান হয়, তবে এই কম্বিনেশনকে Identical Three Crows বলা হয়।
এই প্যাটার্ন মার্কেটের Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে। উল্লেখ্য যে, তিনটি Black Marubozu দ্বারাও এই প্যাটার্ন গঠিত হতে পারে।
Desent Block দেখতে Three Black Crows এর মতো হলেও কিছু বড় পার্থক্য আছে, যেমন- Three Black Crows কে মূলতঃ Uptrend মার্কেটের শেষে (অথবা Downtrend মার্কেটের শুরুতে) আর Desecnt Block কে Downtrend মার্কেটের শেষে দেখতে পাওয়া যায়। এই প্যাটর্নে প্রতিটি ট্রেডের Body আগেরটির চেয়ে ক্রমান্বয়ে ছোট কিন্তু Lower Shadow ক্রমান্বয়ে বড় হতে থাকে, এই প্যাটার্ন Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে। এই প্যাটার্ন দ্বারা মার্কেটের Downtrned ক্রমশ দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায়।
Advance Block দেখতে Three Whtie Soldiers এর মতো হলেও কিছু বড় পার্থক্য আছে, যেমন- Three Whtie Soldiers কে মূলতঃ Downtrend মার্কেটের শেষে (অথবা Uptrend মার্কেটের শুরুতে) আর Advance Block কে Uptrend মার্কেটের শেষে দেখতে পাওয়া যায়। এই প্যাটর্নে প্রতিটি ট্রেডের Body আগেরটির চেয়ে ক্রমান্বয়ে ছোট কিন্তু Upper Shadow ক্রমান্বয়ে বড় হতে থাকে, এই প্যাটার্ন Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে। এই প্যাটার্ন দ্বারা মার্কেটের Uptrend ক্রমশ দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায়।
কোন Uptrend মার্কেটে ধারাবাহিকভাবে (1,2,3- Higher Close) Price বৃদ্ধির পরে যদি এমন বিশাল Bearish ট্রেড (4) হয় যার Opening আগেরটির (3) এর Closing থেকে কিছু (Gap) উপরে হয়, অথচ Closing হয় প্রথমটির (1) Opening এর নীচে, তাহলে এই প্যাটার্নকে Three Line Strike (Bullish) বলা হয়। এই প্যাটার্ন Upward Continuation সিগন্যাল প্রদান করে থাকে, তবে এই সিগন্যাল দুর্বল হিসেবে গন্য হয়।
কোন Downtrend মার্কেটে ধারাবাহিকভাবে (1,2,3- Lower Close) Price হ্রাসের পরে যদি এমন বিশাল Bullish ট্রেড (4) হয় যার Opening আগেরটির (3) এর Closing থেকে কিছু (Gap) নীচে হয়, অথচ Closing হয় প্রথমটির (1) Opening এর নীচে, তাহলে এই প্যাটার্নকে Three Line Strike (Bearish) বলা হয়। এই প্যাটার্ন Downward Continuation সিগন্যাল প্রদান করে থাকে, তবে এই সিগন্যাল দুর্বল হিসেবে গন্য হয়।