কোন Downtrend মার্কেটে যদি এমন Bearish ট্রেড হয় যার Lower Shadow টি অনেক ছোট হয় এবং এর পরে কিছু (Gap) উপরে এমন বড় Bullish ট্রেড হয় যার Upper Shadow টি অনেক ছোট হয় এবং Closing আগের Bearish ট্রেডের High এর উপরে হয়, তাহলে পরের এই Bullish ট্রেডটিকে One White Soldier বলা হয়। এই প্যাটার্ন Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে খেয়াল রাখতে হবে যে, উভয় Candlestick দুইটা অনেক লম্বা (বড়) হতে হবে।
কোন Uptrend মার্কেটে যদি এমন Bullish ট্রেড হয় যার Upper Shadow টি অনেক ছোট হয় এবং এর পরে কিছু (Gap) উপরে এমন বড় Bearish ট্রেড হয় যার Lower Shadow টি অনেক ছোট হয় এবং Closing আগের Bullish ট্রেডের Low এর নীচে হয়, তাহলে পরের এই Bearish ট্রেডটিকে One Black Crow বলা হয়। এই প্যাটার্ন Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে খেয়াল রাখতে হবে যে, উভয় Candlestick দুইটা অনেক লম্বা (বড়) হতে হবে।
কোন Downtrend মার্কেটে শক্তিশালী Bearish ট্রেডের (1) পরে যদি অনেক (Gap) নীচে এমন ছোট Bullish ট্রেড (2) হয় যে, এটি ঐ Gap কে পূরণ করতে পারে না এবং পরবর্তীতে পুনরায় এমন Bullish (3) ট্রেড হয় যে, এর Opening পূর্বের (2) Body এর রেঞ্জের মধ্যে হয় এবং Closing প্রথমটির (1) এর Body এর রেঞ্জেরে মধ্যে হয়, তবে শেষ দুইটা Candlestick কে Two Rabbits বলা হয়।
এই Two Rabbits প্যাটার্ন দেখতে অনেকটা Morning Star এর মত এবং এটি মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Uptrend মার্কেটে শক্তিশালী Bullish ট্রেডের (1) পরে যদি অনেক (Gap) নীচে এমন ছোট Bearish ট্রেড (2) হয় যে, এটি ঐ Gap কে পূরণ করতে পারে না এবং পরবর্তীতে পুনরায় এমন Bearish (3) ট্রেড হয় যে, এর Opening পূর্বের (2) Body এর রেঞ্জের মধ্যে হয় এবং Closing প্রথমটির (1) এর Body এর রেঞ্জেরে মধ্যে হয়, তবে শেষ দুইটা Candlestick কে Two Crows বলা হয়।
এই Two Crows প্যাটার্ন দেখতে অনেকটা Evening Star এর মত এবং এটি মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Downtred মার্কেটে অথবা কোন Uptrend মার্কেটের শুরুতে যদি পরপর তিনটি বড় সাইজর Bullish Cnadlestick দেখা যায় তবে, এই কম্বিনেশনকে Three White Soldiers বলা হয়, এই প্যাটার্ন শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে।
এই ক্ষেত্রে প্রতিটি Candlestick এর Opening আগেরটির Body এর Range থেকে শুরু হয় এবং প্রতিটি ট্রেডিং এ আগের Closing কে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকে। এছাড়া এই Cnadlestick তিনটির Shadow খুব সামান্য পরিমাণেই থাকে।
কোন Uptrend মার্কেটে অথবা কোন Downtrend মার্কেটের শুরুতে যদি পরপর তিনটি বড় সাইজর Bearish Cnadlestick দেখা যায় তবে, এই কম্বিনেশনকে Three Black Crows বলা হয়, এই প্যাটার্ন শক্তিশালী Bearish Reversal সিগন্যাল প্রদান করে।
এই ক্ষেত্রে প্রতিটি Candlestick এর Opening আগেরটির Body এর Range থেকে শুরু হয় এবং প্রতিটি ট্রেডিং এ আগের Closing কে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকে। এছাড়া এই Cnadlestick তিনটির Shadow খুব সামান্য পরিমাণেই থাকে।