কোন Downtrend মার্কেটে শক্তিশালী Bearish ট্রেডের (1) পরেও যদি পুনরায় এমন Bearish ট্রেড (2) হয় যে এর Closing আগেরটির চেয়ে অনেক নীচে হয় এবং সেই সাথে পরের ট্রেডটিও (3) কিছু (Gap) নীচে Bearish ট্রেড হয়ে এই Candlestick টি Spinning Top অথবা Doji-তে পরিণত হয়ে যায় তবে, এই প্যাটার্নকে Deliberation (Bullish) বলা হয়। এই Deliberation (Bullish) প্যাটার্ন দেখতে অনেকটা Descent Block এর মত এবং এটি মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Uptrend মার্কেটে শক্তিশালী Bullish ট্রেডের (1) পরেও যদি পুনরায় এমন Bullish ট্রেড (2) হয় যে এর Closing আগেরটির চেয়ে অনেক নীচে হয় এবং সেই সাথে পরের ট্রেডটিও (3) কিছু (Gap) নীচে Bullish ট্রেড হয়ে এই Candlestick টি Spinning Top অথবা Doji-তে পরিণত হয়ে যায় তবে, এই প্যাটার্নকে Deliberation (Bearish) বলা হয়। এই Deliberation (Bearish) প্যাটার্ন দেখতে অনেকটা Advance Block এর মত এবং এটি মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Uptrend মার্কেটে (1) বেশ (Gap) উপরে কোন Bullish ট্রেড (2) হওয়ার পরে যদি ঐ একই (Gap) উচ্চতায় প্রায় একই রকম আবার Bullish ট্রেড (3) হয় তবে, শেষের এই দুই ট্রেডকে (2,3) Side by Side White lines (Bullish) বলা হয়। এই প্যাটার্ন মূলতঃ মার্কেটের Upward Continuation সিগন্যাল প্রদান করে থাকে, নীচে এর উদাহরন দেখানো হল।
কোন Downtrend মার্কেটে (1) বেশ (Gap) উপরে কোন Bullish ট্রেড (2) হওয়ার পরে যদি ঐ একই (Gap) উচ্চতায় প্রায় একই রকম আবার Bullish ট্রেড (3) হয় তবে, শেষের এই দুই ট্রেডকে (2,3) Side by Side White lines (Bearish) বলা হয়। এই প্যাটার্ন মূলতঃ মার্কেটের Downtrend Continuation সিগন্যাল প্রদান করে থাকে, নীচে এর উদাহরন দেখানো হল।
কোন Downtrend মার্কেটে কোন Bearish Marubozu তৈরি হওয়ার পরে কিছু (Gap) উপরে যদি একটা Bullish Marubozu তৈরি হয়, তবে এই কম্বিনেশনকে Bullish Kicking বলা হয়। এই প্যাটার্ন সবচেয়ে শক্তিশালী নির্ভরযোগ্য Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে। তবে, Marubozu এর পরিবর্তে ছোট Shadow বিশিষ্ট Candlestick হলেও চলবে।
কোন Uptrend মার্কেটে কোন Bullish Marubozu তৈরি হওয়ার পরে কিছু (Gap) উপরে যদি একটা Bearish Marubozu তৈরি হয়, তবে এই কম্বিনেশনকে Bearish Kicking বলা হয়। এই প্যাটার্ন সবচেয়ে শক্তিশালী নির্ভরযোগ্য Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে। তবে, Marubozu এর পরিবর্তে ছোট Shadow বিশিষ্ট Candlestick হলেও চলবে।