কোন Uptrend মার্কেটে Price দ্রুত বৃদ্ধি পেয়ে যদি Resistance level এ পৌঁছে যায় এবং অতঃপর অনেকগুলো ছেট ছোট ট্রেড হয় এবং তারপরে কিছু (Gap) উপর থেকে Price আবার বৃদ্ধি পেয়ে মার্কেট উর্ধ্বগামী হয়, তখন এই কিম্বনেশনকে Hing Price Gapping Play বলা হয়। এই প্যাটার্ন মূলতঃ মার্কেটের Upward Continuation (Buy এর) সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Downtrend মার্কেটে Price দ্রুত হ্রাস পেয়ে যদি Support level এ পৌঁছে যায় এবং অতঃপর অনেকগুলো ছেট ছোট ট্রেড হয় এবং তারপরে কিছু (Gap) নীচ থেকে Price আবার হ্রাস পেয়ে মার্কেট নিন্মগামী হয়, তখন এই কিম্বনেশনকে Hing Price Gapping Play বলা হয়। এই প্যাটার্ন মূলতঃ মার্কেটের Upward Continuation (Sale এর) সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Downtrend মার্কেটে শক্তিশালী Bearish ট্রেড (1) হওয়ার কিছু (Gap) নীচে যদি পরের ট্রেডটি (2) Bearish হয় এবং পরপর আরও দুই দিন ঐ দিন ঐ একই Gap নীচে Bearish/Bullish ট্রেড হয় (3,4) এবং ৫ম দিনের দিন এই রকম Bullish ট্রেড হয় যে, ৫ম দিনের Closing প্রথম দুই দিনের Gap এর মধ্যে সংঘটিত হয়, তাহলে এই পাঁচ দিনের ট্রেডিং কম্বিনেশনকে Breakaway (Bullish) বলা হয়।
Breakaway (Bullish) দেখতে অনেকটা Gap Down এর মত তবে, Breakaway (Bullish) মার্কেটের Uptrend Reversal কে নির্দেশ করে।
কোন Uptrend মার্কেটে শক্তিশালী Bullish ট্রেড (1) হওয়ার কিছু (Gap) নীচে যদি পরের ট্রেডটি (2) Bullish হয় এবং পরপর আরও দুই দিন ঐ দিন ঐ একই Gap উপরে Bullish/Bearish ট্রেড হয় (3,4) এবং ৫ম দিনের দিন এই রকম Bearish ট্রেড হয় যে, ৫ম দিনের Closing প্রথম দুই দিনের Gap এর মধ্যে সংঘটিত হয়, তাহলে এই পাঁচ দিনের ট্রেডিং কম্বিনেশনকে Breakaway (Bearish) বলা হয়।
Breakaway (Bearish) দেখতে অনেকটা Gap Up এর মত তবে, Breakaway (Bearish) মার্কেটের Downtrend Reversal কে নির্দেশ করে।
কোন Downtrend মার্কেটে বড় Bearish ট্রেডের পরে অনেক সময়ই দেখা যায় যে, Price আর কমছে না, এই অবস্থায় অনেকগুলো ছোট Body বিশিষ্ট ট্রেডের পর মার্কেট ঘুড়ে দাঁড়ায় এবং Uptrend Reversal শুরু হয়ে যায়, এর ফলে Downtrend থেকে Uptrend এ যাওয়া পর্যন্ত Candlestick সমূহ একটা থালার (বাটির) আকার ধারণ করে, এই প্যাটার্নকে তখন Tower Bottom বলা হয়। এই প্যাটার্ন Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Uptrend মার্কেটে বড় Bullish ট্রেডের পরে অনেক সময়ই দেখা যায় যে, Price আর বৃদ্ধি পাচ্ছে না, এই অবস্থায় অনেকগুলো ছোট Body বিশিষ্ট ট্রেডের পর মার্কেট পড়ে যায় এবং Downtrend Reversal শুরু হয়ে যায়, এর ফলে Uptrend থেকে Downtrend এ যাওয়া পর্যন্ত Candlestick সমূহ একটা টুপির (উল্টানো বাটির) আকার ধারণ করে, এই প্যাটার্নকে তখন Tower Top বলা হয়। এই প্যাটার্ন Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে।