কোন Downtrend মার্কেটে শক্তিশালী Bearish ট্রেডের (1) পরে যদি ছোট Body এবং লম্বা Lower Shadow বিশিষ্ট এমন Bearish ট্রেড (2) হয় যার কারণে এই দুই ট্রেড (1,2) মিলে Homing Pigeon গঠন করে এবং সর্বশেষ একটি ছোট Bullish ট্রেড (3) হয় যা Closing আগের ট্রেডের (2) Closing এর নীচে হয়, তাহলে এই তিনটি ট্রেডকে একত্র Unique Three River Bottom Bullish Reversal বলা হয।
এই প্যাটার্ন Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, নীচে এর উদাহরণ দেখানো হলো।
কোন Uptrend মার্কেটে শক্তিশালী Bullish ট্রেডের (1) পরে যদি কিছু (Gap) উপরে পরপর এমন দুইটি ছোট Bearish ট্রেড (2,3) হয়, যাদের মধ্যে প্রথম ট্রেডটিকে (2) পরের ট্রেডটি (3) সম্পূর্ণরূপে ঢেকে ফেলে (Engulfing), তাহলে শেষের ট্রেড (2,3) দুইটিকে Upside Gap Two Crows বলা হয়। এই প্যাটার্ন Uptrend মার্কেটের চূড়ায় দেখতে পাওয়া যায় এবং এটি Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে।
কোন Downtrend মার্কেটে যদি কোন Bullish Harami প্যাটার্ন (1,2) আবির্ভূত হয় এবং পরেই এমন Bullish ট্রেড (3) হয় যার Closing টি হয় Bullish Harami এর Bullish ট্রেডের (2) Closing এর উপরে, তাহলে এই তিন ট্রেডর (1,2,3) কম্বিনেশনকে Three Inside Up বলা হয়।
এই প্যাটার্ন শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, নীচে এর উদাহরণ দেওয়া হল।
কোন Uptrend মার্কেটে যদি কোন Bearish Harami প্যাটার্ন (1,2) আবির্ভূত হয় এবং এর পরেই এমন Bearish ট্রেড (3) হয় যার Closing টি হয় Bearish Harami এর Bearish ট্রেডের (2) Closing এর নীচে, তাহলে এই তিন ট্রেডের (1,2,3) কম্বিনেশনকে Three Inside Down বলা হয়।
এই প্যাটার্ন শক্তিশালী Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, নীচে এর উদাহরণ দেওয়া হল।