বেশ কয়েক সপ্তাহ EURUSD ১.০৯৪০ থেকে ১.১৪৪০ প্রাইসের মধ্যে মুভমেন্ট করেছিল। EURUSD কয়েকবার ১.১০৫০ প্রাইসে হিট করেছিল। এক্ষেত্রে একটি সম্ভাবনা থেকে যাচ্ছে পেয়ার ১.১০৫০ অতিক্রমে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে।
চার ঘন্টার চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে, ১০ ফেব্রুয়ারি পেয়ারের ক্ষেত্রে ১.১৪৯৫ রেজিস্ট্যান্স হিসেবে দেখা হয়েছিল। ২১ ফেব্রুয়ারি ১.১৩৯০ এবং ১৭ মার্চ ১.১১৩৭ মেজর ব্যারিকেড হিসেবে কাজ করেছে। পরবর্তীতে পেয়ারটি ১.১০৫০ অতিক্রমে সক্ষম হয়েছিল।
চার ঘন্টার চার্টে ১৪ দিনের RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৪০.০০ -৬০.০০ রেঞ্জে ট্রেড করছে। পেয়ারটি উল্লেখিত রেঞ্জ অতিক্রমে সক্ষম হলে আপ-ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে। EURUSD ৫০ ও ২০০ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (EMA) – এর নিচে ১.১০০০ ও ১.১০৯৩-তে অবস্থান করছে। যা পেয়ারটির মধ্যে বুলিশ ঘাটতি নির্দেশ করে।
অপরদিকে EURUSD গতকালের নিন্ম প্রাইস ১.০৯৪৫-এর নিচে গেলে, ১১ মার্চ এর নিন্ম প্রাইস ১.০৯০০ সাপোর্ট হতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে ৭ মার্চের নিন্ম প্রাইস ১.০৮০৬।
EURUSD চার ঘন্টার চার্ট
-637841097330353786.thumb.png.9f705f2ff96128c1244fc24ea3e3417b.png)