সপ্তাহের শেষেরদিন EURUSD পেয়ারের প্রাইস কমলেও সপ্তাহের শুরুর ট্রেডিং সেশনে বৃদ্ধি পাচ্ছে। আজ ইউরোপিয়ান সেশনের শুরুর দিকে পেয়ারটি ১.০৭২৭ এর কাছাকাছি মুভমেন্ট করছে।
চার ঘন্টার চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৫০ পয়েন্টের সামন্য উপরে অবস্থান করছে। যা প্রাইস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে, পেয়ারটির ক্ষেত্রে ১.০৭৫০ শক্ত রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে।
EURUSD উক্ত রেজিস্ট্যান্স অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পেয়ারটি রেজিস্ট্যান্স ১.০৭৬০ অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিবোনাসি রিট্রেসমেন্ট ৫০% অনুযায়ী ১৩ মে-এর রেজিস্ট্যান্স ১.০৭৭৫ অতিক্রমে সক্ষম হলে ১.০৮২৫ রেজিস্ট্যান্স হতে পারে।
ফিবোনাসি ৬১.৮% অনুযায়ী, ১০৮৭০ হরিজোনটাল রেজিস্ট্যান্স হিসেবে দেখা যাচ্ছে। অপরদিকে EURUSD- পেয়ারের বর্তমান চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে ১.০৬০০ । পেয়ারটি ১.০৬০০ সাপোর্ট অতিক্রমে সক্ষম হলে ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে এবং ১.০৪৭০-৬০ সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে।
সর্বোপরি EURUSD বুল রানে রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, পেয়ারের প্রাইস আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
EURUSD চার ঘন্টার চার্ট
